ফিলিস্তিনের বিধ্বস্ত গাজায় কার্যকর যুদ্ধবিরতি থাকলেও ইসরাইল তা মানছে না—এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের অভিযোগ, শত শতবার যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল পরিস্থিতি আরও অস্থির করে তুলছে। এ অবস্থায় শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করাই কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছে তারা।
হামাস জানায়, গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি এ পর্যন্ত অন্তত ৭৩৮ বার লঙ্ঘন করেছে ইসরাইল।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসাম বদরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেন, “ইসরাইল যদি চুক্তিভঙ্গ ও দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধ না করে, তাহলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর কোনো সুযোগ নেই। প্রথম ধাপ বাস্তবায়ন করতে এখন ইসরাইলের ওপর চাপ বাড়ানো জরুরি।”
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস স্পষ্ট বার্তা দিয়েছে—যদি ইসরাইল যুদ্ধবিরতির শর্ত না মানে, তাহলে আলোচনার অগ্রগতি থমকে যাবে এবং পুরো শান্তি পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়বে।
