ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার চেষ্টা তো ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির হট টপিক। এর আগে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইনকে চ্যালেঞ্জ করেছেন তিনি। এবার তার নজর পড়েছে কানাডার উত্তরাঞ্চলে!
এনবিসি নিউজ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগত আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে কানাডা হয়তো প্রতিপক্ষের হাত থেকে নিজের উত্তর অঞ্চলগুলোর নিরাপত্তা ঠিকমতো দিতে পারবে না। তাই তিনি চান কানাডা প্রতিরক্ষা বাজেট বাড়াক, সীমান্ত আরও শক্ত করে তুলুক।
তবে গ্রিনল্যান্ডের মতো কানাডার এসব অঞ্চলে সেনা পাঠানো বা দখল করার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই। লক্ষ্য হলো কানাডার ওপর চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ ও টহল বাড়ানো, আর আধুনিক সতর্কবার্তা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো।
রাশিয়া ও চীনের পক্ষ থেকে এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া এসেছে। বেইজিং বলেছে, আর্কটিকে আধিপত্য বিস্তারের এই চেষ্টাকে জাতীয় নিরাপত্তার নামে সাজানো হচ্ছে। রাশিয়াও স্পষ্ট করে জানিয়েছে, আর্কটিক অঞ্চলে কোনো পক্ষের সামরিক আধিপত্য গ্রহণ করা মেনে নেওয়া যাবে না।
এদিকে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি বলেছে, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের পর এবার কানাডা হতে পারে মার্কিন লক্ষ্যবস্তু—যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
এই পরিস্থিতি আর্কটিকের ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও আইনকে নতুন করে চ্যালেঞ্জ করছে।
