উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একটা শিল্পকেন্দ্র পরিদর্শন ও প্রকল্প উদ্বোধনের সময় মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে দিয়েছেন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে।
কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং-উন। সেখানে প্রকল্পের কাজের ধীরগতি দেখে তিনি খুব তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরপরই মন্ত্রিসভার ভাইস প্রিমিয়ার ইয়াং সাং হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করার নির্দেশ দেন কিম।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পে বিলম্বের জন্য কিম সরাসরি অর্থনৈতিক নীতিনির্ধারণকারী কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা ও অযোগ্যতাকে দায়ী করেন। তিনি বলেন, কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণেই শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে।
অর্থনৈতিক নীতিনির্ধারকদের কড়া ভাষায় সমালোচনা করে কিম বলেন, “সহজ কথায় বলতে গেলে, এটি ছিল ছাগলের পেছনে গরুর গাড়ি জুড়ে দেওয়ার মতো। এটি আমাদের নিয়োগপ্রক্রিয়ারই একটি ভুল। কারণ, গরুর গাড়ি গরুই টানে, ছাগল নয়।”
কিম জং-উন হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারকদের দিয়ে দেশের শিল্প পুনর্গঠন ও প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয়। এ বিষয়ে ক্ষমতাসীন দল একটি ‘স্পষ্ট সিদ্ধান্তে’ পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
