ভারতে পৌঁছেছেন বরিস জনসন, ভিসা সহজ করার ইঙ্গিত

বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের ভারত সফরে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। আশা করা হচ্ছে দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষার পাশাপাশি অন্যান্য ইস্যুতেও আলোচনা করবেন। এনডিটিভি

বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বেশি ভারতীয়কে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দিতে প্রস্তুত। মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে ভারতীয়দের সহজে আরও বেশি ভিসা দিতে পারেন তিনি। এই চুক্তি সই হলে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে। জনসন সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময়ই যুক্তরাজ্যে প্রতিভাবান মানুষদের আসতে দেওয়ার পক্ষে। সম্পাদনা: মোহাম্মদ রকিব

news