বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন।
এ পর্যন্ত পাকিস্তানের বন্যায় প্রায় ১,৪০০ মানুষ মারা গেছে এবং দেশটির এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে যা প্রায় ব্রিটেনের সমান। চলমান বন্যায় বিপুল পরিমাণে শস্য-ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখ লাখ ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান রাস্তায় এবং সেতু ধ্বংস হয়েছে।
জাতিসংঘ মহাসচিব রাজধানী ইসলামবাদা এক সংবাদ সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার পাকিস্তানের দিকে সম্মিলিতভাবে মনোযোগ দেয়া হচ্ছে না; এটি উন্মাদনা এবং সম্মিলিতভাবে আত্মহত্যা করার শামিল। এ ক্ষেত্রে বিশেষভাবে শিল্প-উন্নত দেশগুলোর দায়িত্ব অনেক বেশি। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের বন্যা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয় তার জন্য পাকিস্তানের দায় শতকরা এক ভাগেরও কম কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্থ তার তালিকার ৮ নম্বর রয়েছে পাকিস্তান।
পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিবের বেশ কিছু এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে