পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (শনিবার) পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগুচ্ছে তাতে এক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বাইরেও মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন তা খুবই দুঃখজনক। 

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, জন ফিনারের এই অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে জাহরা বালুচ বলেন, আমেরিকার এই অভিযোগ সহযোগিতার ক্ষেত্রে উস্কানিমূলক। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো প্রমাণ ছাড়া আমেরিকার এই অভিযোগ সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে না।

পাকিস্তানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে কখনোই পাকিস্তান শত্রুতামূলক কোনো মনোভাব পোষণ করেনি বরং এ অঞ্চলে মার্কিন নীতির প্রতি সমর্থন জানাতে গিয়ে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পাকিস্তানকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। 

গত বৃহস্পতিবার মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য নিয়ে ‘বাস্তব প্রশ্ন’ আছে। ফিনার বলেন, পাকিস্তান দিন দিন খুবই উন্নতমানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পরবর্তীতে বিশালাকারের রকেট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে পাকিস্তান দক্ষিণ এশিয়ার বাইরে আমেরিকাসহ বিভিন্ন দেশে হামলা চালাতে পারবে।

পার্সটুডে

news