ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলারের অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন।

তিনি জানান, ইউক্রেনের পাশাপাশি তারা আশপাশের আরো ১৮টি দেশকে অস্ত্র দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এ সফরের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কিসহ  দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ব্লিনকেন জানান, ২২০ কোটি ডলারের অস্ত্র সহযোগিতা দেয়া হবে তার মধ্যে ইউক্রেন পাবে ১০০ কোটি ডলারের অস্ত্র; বাকি অস্ত্র অন্যান্য দেশের মধ্যে ভাগ করা হবে।

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান চালাচ্ছে তারও প্রশংসা করেন।”খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news