ইরানি দূতাবাসে আলবেনিয় পুলিশের তল্লাশি, তেহরানের নিন্দা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আলবেনিয়া ইরানের দূতাবাসে জোরপূর্বক পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। আলবেনিয় সরকারের এই ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন।

জাতিসংঘে আলবেনিয়ার স্থায়ী মিশনকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী মিশন বলেছে, “আলবেনিয়াার পুলিশ ইরানি দূতাবাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তার কঠোর নিন্দা জানানো হচ্ছে।” বৃহস্পতিবার আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসে জোরপূর্ব ঢুকে তল্লাশি চালায়। এক্ষেত্রে আলবেনিয়ার সরকার ইরানি কর্তৃপক্ষের অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করেনি।

চিঠিতে বলা হয়েছে, গত সাত সেপ্টেম্বর একতরফাভাবে আলবেনিয়ার সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়ার পর এই ধরনের কার্যকলাপ পরিচালনা করছে। আলবেনিয়া সরকার যার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তা অমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইরানি মিশনের লেখা এই চিঠির একটি কপি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও দেয়া হয়েছে।

চিঠিতে আলবেনিয়া সরকারের প্রতি সব ধরনের নিয়ম নীতি এবং আন্তর্জাতিক আইন কানুন মেনে চলার জোরালো আহ্বান জানানো হয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news