ইরান-বিরোধী বিবৃতি দেয়ার অধিকার ন্যাটোর নেই: দূতাবাস

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কথিত সাইবার হামলা চালানোর জন্য ইরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, অতীতে ইরানের বিরুদ্ধে সাইবার হামলা চালানো গোষ্ঠীগুলোর প্রতি যে ন্যাটো সমর্থন জানিয়েছিল এখন সেই একই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করার কোনো অধিকার ন্যাটোর নেই।

‘ইরান আলবেনিয়ায় সাইবার হামলা চালিয়েছে’ অভিযোগ তুলে গত সপ্তাহে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তিরানা। বুধবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা সম্পর্ক ছিন্ন করার ওই ঘোষণা দেন।

মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে আলবেনিয়া সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং ন্যাটো জোট বিবৃতি প্রকাশ করে তিরানার সঙ্গে সুর মিলিয়ে ইরানকে সাইবার হামলা চালানোর জন্য অভিযুক্ত করে।


এর জবাবে গতকাল (শুক্রবার) ব্রাসেলসের ইরান দূতাবাস এক টুইটার বার্তা প্রকাশ করে ‘কঠোর ভাষায়’ ওই ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করে।

টুইটার বার্তায় বলা হয়, “অতীতে ইরানের পরমাণু স্থাপনাসহ এদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যখন সাইবার হামলা হয়েছে তখন ন্যাটো শুধু নীরব থাকেনি বরং উল্টো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব নাশকতামূলক হামলাকে সমর্থন দিয়েছে। কাজেই আরেক দেশের ইরানবিরোধী ভিত্তিহীন অভিযোগের পেছনে এভাবে দাঁড়িয়ে যাওয়ার কোনো অধিকার ন্যাটোর নেই।”

ইরানের ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত 'মুজাহেদিনে খালক' বা এমকেও গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার। ২০১৩ সালে আমেরিকার চাপের মুখে দুই হাজারের বেশি সন্ত্রাসীকে আশ্রয় দেয় আলবেনিয়া। এর আগে এসব সন্ত্রাসী ইরাকের আশ্রয়ে ছিল।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news