খারকিবে ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ থেকে ২০০০ কিঃ মিঃ এলাকা দখল করেছে। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরু থেকে এই পর্যন্ত ২,০০০ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। ইউক্রেনের ভূমিতে দখলদারদের জন্য কোনো ঠাই নেই এবং কখনো হবেও না।

প্রেসিডেন্ট জেলেনস্কি যে ভূখণ্ড দখলের দাবি করেছেন তা ‘বর্গ কিলোমিটার নাকি কিলোমিটার’ তা পরিষ্কার নয়; যদিও তিনি বলেছেন ২,০০০ কিলোমিটার। তবে বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছিলেন, তারা এক হাজার বর্গ কিলোমিটার বা ৪০০ বর্গমাইল এলাকা রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনর্দখল করেছেন।

জেলেনস্কি বলেন, গত কয়েক দিনে রাশিয়ার সেনারা ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। দখলদারদের জন্য ইউক্রেনের ভূমিতে কোনো ঠাঁই নেই।

ইউক্রেনের সামরিক বাহিনী চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে খারকিভে পাল্টা হামলার ওপর জোর দিয়ে আসছিল। শুক্রবার পর্যন্ত তারা এ অঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে দাবি করছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। মস্কো দাবি করে আসছে- ইউক্রেনের দোনবাস অঞ্চলকে অসামরিকীকরণের লক্ষ্য নিয়ে তারা এই অভিযান শুরু করেছে। ওই অঞ্চলের রুশ বংশোদ্ভুত জনগণের ওপর ইউক্রেনের সরকার ২০১৪ সাল থেকে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়ে আসছিল।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news