সোলাইমানির নাম পৃথিবীর প্রতিটি প্রান্তে অনুরণিত হবে: তাংসিরি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, সম্প্রতি উদ্বোধন করা যুদ্ধজাহাজ ‘শহীদ সোলাইমানি’ গভীর সমুদ্রে তার বাহিনীর ‘শক্তিশালী উপস্থিতি’ নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি শনিবার তেহরানে এক বক্তব্যে বলেন, এই যুদ্ধজাহাজটি যখন সারা বিশ্ব জুড়ে সমস্ত সমুদ্র এবং মহাসাগরে টহল দেবে তখন শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানির নাম পৃথিবীর প্রতিটি প্রান্তে অনুরণিত হবে।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে ২০২০ সালের ৩ মার্চ ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শহীদ সোলাইমানি যুদ্ধজাহাজটি ৬৭ মিটার লম্বা ও ১৮ মিটার চওড়া বলে জানান অ্যাডমিরাল তাংসিরি। তিনি বলেন, গভীর ও উত্তাল সমুদ্রে সম্পূর্ণ ভারসাম্য রক্ষা করে চলার পাশাপাশি হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র বহন করার সক্ষমতা এই যুদ্ধজাহাজের রয়েছে।
তাংসিরি বলেন, আন্তর্জাতিক পানিসীমায় এই যুদ্ধজাহাজের সক্রিয় উপস্থিতির কারণে এখন থেকে যখনই প্রয়োজন হবে তখনই শত্রুদেরকে শহীদ সোলাইমানির নাম উচ্চারণ করতে হবে। শহীদ সোলাইমানি যুদ্ধজাহাজ ইরানের জন্য গৌরব বয়ে এনেছে বলে তিনি মন্তব্য করেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে