ওয়াশিংটনের ইরানবিরোধী পরিকল্পনার বলির পাঠা আলবেনিয়া: ইরান

মার্কিন সরকার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও গোয়েন্দামন্ত্রীর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আলবেনিয়ার কাল্পনিক অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা থেকে একথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে, ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিকল্পনাকারী আলবেনিয়া নয় বরং আমেরিকা।

নাসের কানয়ানি আলবেনিয়াকে ‘ওয়াশিংটনের ইরানবিরোধী পরিকল্পনার বলির পাঠা’ হিসেবে অভিহিত করেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার ‘আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে’ সাইবার হামলা চালানোর দায়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করে, অন্তত ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের প্রায় প্রতিটি দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।ইরান এ অভিযোগ ভিত্তিহীন ও প্রমাণ-অযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন, আমেরিকা একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিতে আলবেনিয়াকে বাধ্য করেছে এবং ওই সন্ত্রাসী গোষ্ঠীকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত করেছে।

কয়েক বছর আগে ইরানের ইসলামি শাসনব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও’র সদস্যদেরকে ইরাক থেকে বহিষ্কার করা হয়। তখন আমেরিকার চাপে ইউরোপের মুসলিম দেশ আলবেনিয়া প্রায় দুই হাজার এমকেও সন্ত্রাসীকে আশ্রয় দেয়।তখন থেকে আলবেনিয়ার একটি শিবিরে এসব সন্ত্রাসী অবস্থান করছে।

সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার ঘটনায় আলবেনিয়ার প্রতি ক্ষুব্ধ হয় ইরান। গত সপ্তাহে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ‘ইরান তার দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে’ বলে অভিযোগ তুলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news