রানি এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজের শাসন থেকে মুক্ত হতে চাইছে এই দেশগুলি
রাজতন্ত্র, রাজার শাসন, রাজপরিবারের গরিমার ছটায় নিজেদের আলোকিত করা। এভাবেই যুগের পর যুগ ধরে বিশ্বের নানা ছোট-মাঝারি দেশকে নিজেদের অধীনে রেখেছিল ব্রিটেন (UK)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব দেশ আর রাজশাসনের শিকলে বন্দি থাকতে চায় না। তাদের সেই আকাঙ্ক্ষা যেন ফের জ্বলে উঠল রানি এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুতে। নতুন রাজা চার্লসের (King Charles III) শাসনকালে বহু দেশই সম্পর্ক ছিন্ন করতে চায় ব্রিটেনের সঙ্গে। এখন থেকেই উঠছে সেই রব।
এই কয়েকটি দেশ আগেই বেরিয়ে এসেছে রানির শাসন থেকে। তার মধ্যে সাম্প্রতিকতম ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বার্বাডোজে (Barbados)। এবার রাজা চার্লসের শাসন থেকে মুক্ত হওয়ার পালা। ইতিমধ্যেই জামাইকা (Jamaica)ঘোষণা করে দিয়েছে, তারা ২০২৫ সালের মধ্যে নিজেদের স্বাধীন ঘোষণা করবে। বৃহস্পতিবার রাতে রানির মৃত্যু সংবাদ সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেখানকার পার্লামেন্টের বিরোধী দলনেতা মিখাইল ফিলিপ ঘোষণা করেন, সেই মুহূর্ত থেকেই স্বাধীন জামাইকা। এর আগে জামাইকা সফরে গিয়ে ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটকে। সেসময় তাঁরা ওই দাবি ভেবে দেখার আশ্বাস দিয়েছিলেন।সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে