বাজারদরের চেয়ে কম দামে জ্বালানি বেচব না: রাশিয়ার দৃঢ় প্রত্যয়

রাশিয়া বাজারদরের চেয়ে কম দামে জ্বালানি রপ্তানি করবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দেশটির জ্বালানীমন্ত্রী নিকোলাই শুলগিনভ। তিনি বলেছেন, যারা রাশিয়ার জ্বালানীর দাম নির্ধারণ করে দেবে তাদের কাছে মস্কো তেল বা গ্যাস বিক্রি করবে না।

আমেরিকা সম্প্রতি ঘোষণা করেছে যে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশিমূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে রাশিয়ার ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ তেল কেনার সুযোগ পাবে কিন্তু তা কিনতে হবে পশ্চিমা দেশগুলোর নির্ধারিত মূল্যে।

রুশ জ্বালানীমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, “আমরা লস দিয়ে কিংবা বাজারদরের চেয়ে কম মূল্যে [জ্বালানী] বিক্রি করব না। এটি কোনো অবস্থায় সম্ভব নয়।আমাদের বিরুদ্ধে এটি পশ্চিমাদের একটি সম্মিলিত ষড়যন্ত্র এবং আমরা নিশ্চিতভাবে আমাদের সঙ্গে এ ধরনের ব্যবহার করতে দেব না।”

জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোট গত শুক্রবার রাশিয়ার রপ্তানিকৃত তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করতে দিতে সম্মত হয়। ক্রেমলিন এর আগেও বলেছে, যেসব দেশ ওই নির্ধারিত মূল্য মেনে চলার চেষ্টা করবে তাদের কাছে আর তেল বিক্রি করবে না রাশিয়া।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news