এই ড্রোন তেল আবিব ও হাইফায় হামলার জন্য তৈরি: ইরানি কমান্ডার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব এবং হাইফা বন্দরনগরীতে হামলা চালানোর জন্য উন্নতমানের ড্রোন তৈরি করেছে। তিনি বলেন, যদি ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে এসব ড্রোন ব্যবহার করবে ইরান।
জেনারেল কিয়োমার্স হায়দারি বলেন, প্রথম দিকে যে আরাশ-ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাশ-২ ড্রোন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানকে এ তথ্য জানান তিনি।
ইরানের এ সামরিক কর্মকর্তা জানান, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে।
জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই আরাশ বিশেষভাবে ইসরাইলের হাইফা এবং তেল আবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল হায়দারি বলেন, আগামী সামরিক মহড়ায় এই ধরনের সক্ষমতা দেখানো হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে