জ্বালানি সংকটের কারণে দ্রুত নিভে যাবে আইফেল টাওয়ারের আলো
ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও জ্বালানি সমস্যা তীব্র হয়ে উঠছে। বেড়ে গেছে বিদ্যুতের দাম। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই পরিস্থতি সামাল দিতে বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছে দেশটির সরকার। জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ খরচ অন্তত ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই আলোকে বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আলো সোয়া এক ঘণ্টা আগেই নিভিয়ে ফেলা হবে।
সাধারণত রাত একটা পর্যন্ত আলোকিত থাকত আইফেল টাওয়ার। কিন্তু এখন তা রাত ১১টা ৪৫ মিনিটেই বন্ধ করে দেওয়া হবে সেই আলো। তবে নিরাপত্তার জন্য রাস্তার আলো আপাতত বন্ধ করা হচ্ছে না।
রাজধানী প্যারিসের মেয়র জানিয়েছেন, শহরের বিদ্যুতের খরচ এক কোটি ইউরো বেড়ে গেছে। এই ধাক্কা সামলাতেই ঠিক হয়েছে, শহরে অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করা হবে। আইফেল টাওয়ারে আলো আগেভাগে বন্ধ করে দিলে চার শতাংশ বিদ্যুৎ বাঁচবে।
এছাড়া সুইমিংপুলে তাপমাত্রা এক ডিগ্রি কমানো হবে। আগে তা ২৬ ডিগ্রি সেলসিয়াসে থাকত, এবার ২৫ ডিগ্রিতে থাকবে। সরকারি বাড়ির তাপমাত্রাও কমানো হবে। তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হবে।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে