এবার পাল্টা অভিযোগ; বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপে রাশিয়ার ব্যয় ৩০ কোটি ডলার


আমেরিকা দাবি করেছে, বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে গোপনে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে রাশিয়া।

তাদের দাবি, ২০১৪ সাল থেকে রাশিয়া বিশ্বের ২৪টির বেশি দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করতে গোপনে এই অর্থ ব্যয় করেছে। গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ দাবি করেছে।

আমেরিকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মূল্যায়ন হলো, যে অর্থের কথা এখানে বলা হয়েছে, তা ন্যূনতম। রাশিয়া সম্ভবত গোপনে আরও অর্থ বিদেশে স্থানান্তর করেছে, যা শনাক্ত করা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়া বহু বছর ধরেই আমেরিকার বিরুদ্ধে বিদেশে হস্তক্ষেপের অভিযোগ করে এসেছে। তারা উদাহরণ হিসেবে হস্তক্ষেপের শিকার বিভিন্ন দেশের নামও সামনে এনেছে।

গতকাল (মঙ্গলবার) লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকেও সেদেশের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য আমেরিকা দায়ী করেছে। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও আমেরিকার বিরুদ্ধে একই ধরণের অভিযোগ করেছেন।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে রাশিয়ার লক্ষ্যবস্তু হওয়া কোনো দেশ বা ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news