ব্রিটেনের মহারানির শেষকৃত্য আজ, সরাসরি দেখানো হবে দেশের ১২৫টি সিনেমা হলে


 ব্রিটেনের রানি (Britain’s Queen) দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II) শেষকৃত্য (Funeral) সম্পন্ন হবে আজ সোমবার। ১১দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকজ্ঞাপন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে আজ। ইতিমধ্যেই রানীর শেষযাত্রায় হাজির থাকার জন্য লন্ডনে গিয়ে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশ্বের তাবড় নেতারা। পৌঁছে গিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে লন্ডনের ওয়েলিংটন গির্জায় নিয়ে যাওয়া হবে রানির মরদেহ। সেখান থেকে উইন্ডসর দুর্গে নিয়ে যাওয়া হবে কফিনবন্দি দেহটি। এরপর সেন্ট জর্জ চ্যাপেলে নিয়ে আসা হবে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃতদেহ। সেখানেই স্বামী ফিলিপের কবরের পাশেই সমাধিস্থ থাকবে রানির মৃতদেহ।
রানির অন্তিম যাত্রার সুরক্ষা বজায় রাখতে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো ব্রিটেনকে। জানা গেছে, রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাজ্যের বিভিন্ন গির্জা পার্ক স্কোয়ারের বড়পর্দায়। ব্রিটেনের মোট ১২৫টি সিনেমা হলে সরাসরি দেখানো হবে রানির অন্তিম যাত্রার দৃশ্য। ইতিমধ্যেই হলগুলির প্রায় সমস্ত আসন বুক হয়ে গেছে। অন্তিম যাত্রায় রানিকে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়ছে ভিড়। অনুমান করা হচ্ছে, গত ৭০ বছর ধরে যুক্তরাজ্যের মসনদে থাকা মহারানির শেষকৃত্যে মানুষের ঢল এযাবৎ রাজপরিবারের সদস্যদের বিয়ে সহ সাম্প্রতিককালের সমস্ত অনুষ্ঠানকে ছাপিয়ে যাবে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ড এর বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news