জাতিসংঘকে সত্যিকার অর্থে সব দেশের সংস্থা হতে হবে: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বর্তমান বিশ্ব বেশ কিছু সাধারণ সমস্যার মুখোমুখি রয়েছে এবং এর সবগুলোই একাধিপত্ববাদ থেকে সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক শহরে পৌঁছার পর তিনি এ মন্তব্য করেন। নিউ ইয়র্ক সফরকালে এবং জাতিসংঘের বক্তৃতায় তিনি কোন বিষয়টিকে তুলে ধরবেন বলে চিন্তা করেছেন- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রায়িসি বলেন, বিভিন্ন ইসুতে তিনি ইরানের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার সুযোগ নেবেন। এ সময় তিনি বলেন, জাতিসংঘকে সত্যিকার অর্থেই সব দেশের সংস্থায় পরিণত করতে হবে, শুধুমাত্র শক্তিশালী দেশগুলোর সংস্থায় পরিণত হওয়া উচিত হবে না।

ইরানি প্রেসিডেন্ট বলেন, এই সমস্যা যেহেতু সাধারণ সমস্যা এবং এখানে বিশ্বের সবাই ভোগান্তির মুখে পড়েছে, সে কারণে সম্মিলিতভাবে এর সমাধান করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাকে তিনি শক্তিশালী রাষ্ট্রগুলোর বড় অস্ত্র হিসেবে মন্তব্য করেন। নিষেধাজ্ঞাকে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হয় বলেও তিনি মন্তব্য করেন।

এই ধরনের একতরফা নিপীড়নমূলক পদক্ষেপকে তিনি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।

।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news