আল-আকসা মসজিদের পরিচালককে আটক করেছে ইসরাইল

মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানিকে আটক করেছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিন আল ইয়াউম নামের একটি টিভি চ্যানেল আজ এই খবর দিয়েছে।

টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা কিসওয়ানিকে আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এছাড়া তার বাড়ির নানা জিনিসপত্রও জব্দ করেছে দখলদার সেনারা।

মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি সব সময় ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি কিছু দিন আগেও গোটা বিশ্বের মুসলমানকে মসজিদ ঘিরে ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। কিসওয়ানি বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

তিনি আরও জানান, এখনই এসব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরাইলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি স্পষ্টভাবে বলেন, ইসরাইল যেসব খনন কাজ চালাচ্ছে তা ইউনেস্কো এবং জাতিসংঘের নীতিমালা ও দিকনির্দেশনার বিরোধী। পুরনো বায়তুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এবং আল বুরাক স্কয়ারে খনন কাজ নিষিদ্ধ বলে তিনি জানান।

তার মতে, মসজিদুল আকসার ক্ষতি হয়ে গেলে ধর্মযুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারবে না।

।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news