সেনা হেলিকপ্টার থেকে গুলির বর্ষণ! মায়ানমারের স্কুলে নিহত ৬ পড়ুয়া, আহত আরও ১৭
স্কুল চলছিল তখন, হঠাৎই আকাশে চক্কর কাটা এক হেলিকপ্টার থেকে ধেয়ে আসে মুহুর্মুহু গুলি (opened fire)! মায়ানমারের সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে চলা গুলিতে প্রাণ গেছে অন্তত ছয় পড়ুয়ার (Myanmar school attack)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭ জন।
ঘটনাটি ঘটেছে মায়ানমারের সাগাইং এলাকার একটি স্কুলে। কিন্তু কেন এমন ঘটল? জানা গেছে, জঙ্গিরা এই স্কুলকে অস্থানা করে হামলার ছক কষেছিল। সেনাবাহিনীর কাছে সেই খবর পৌঁছতেই পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনাদের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। সেই গুলি লাগে পড়ুয়াদের অনেকের গায়ে। প্রাণ যায় ছয়জন শিশুর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় দুই বাসিন্দাদের কথায়, এই ঘটনার পর সেনাবাহিনী মৃতদেহগুলি শহর থেকে ১১ কিমি দূরে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, স্কুলের মধ্যে গুলি ও রক্তের দাগ।
এই ঘটনার পর সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, খবর ছিল যে ওই মঠের মধ্যে কিছু জঙ্গি বেশ কয়েকদিন ধরে লুকিয়ে ছিল। সেখান থেকে সন্ত্রাসমূলক কাজের ছক কষছিল। এমনকি ওই গ্রামে সেনারা পরিদর্শনে গেলে মঠের মধ্যে থেকে গুলি ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে।
।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে