২০২৩ সালের আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশন
মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি এ কথা জানায়। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগির নির্বাচনের দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এমনটা জানানো হলো বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশন জানায়, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের তরফে গত ১৮ এপ্রিল তারা একটি চিঠি পেয়েছে। এতে জানানো হয়েছে, দেশটিতে সপ্তম জনগণনার কাজ শুরু হবে আগামী ১ আগস্ট। এটির জরিপ ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
নির্বাচন কমিশন জনগণনার ডাটা পাওয়া পর ২০২৩ সালের জানুয়ারিতে তথ্য হালনাগাদের কাজ শুরু করবে।এত চার মাসের সময় প্রয়োজন হবে। কাজটি শেষ হওয়ার পরেই কেবর নির্বাচন সম্ভব।