ইমরান খান শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর কাছে অনুনয়-বিনয় করেছেন, দাবি শরিফের মেয়ের
ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন পাকিস্তানের তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি সেনাকর্তাদের হাতে পায়ে ধরেছিলেন। মঙ্গলবার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর কর্মী সম্মেলনে এমনই দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। মঙ্গলবার রাতে লাহোরে কর্মীদের সামনে বক্তব্য দেন মরিয়ম। দি ওয়াল
মরিয়ম বলেন, ইমরান কিছুতেই ক্ষমতা ছাড়তে চাইছিলেন না। তিনি সেনাবাহিনীর কাছে অনুনয়-বিনয় করেছিলেন। অনাস্থা প্রস্তাবের সময় তাকে সাহায্য করার জন্য ইমরান পিপিপি-র সহকারী চেয়ারম্যান আসিফ আলি জারদারিকেও অনুরোধ করেন।
পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পরে দীর্ঘ সময় সেনাবাহিনী ওই দেশ শাসন করেছে। এখনও পাকিস্তানের প্রশাসনে সেনাবাহিনীর প্রভাব আছে যথেষ্ট। তবে ইমরান খানের বিরুদ্ধে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব পেশের সময় সেনাবাহিনী কোনও মন্তব্য করতে চায়নি।


