বিশ্ব কুদস দিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ভাষণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্ব কুদস দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এতে তিনি বলেছেন, যতদিন আল-আকসা মসজিদ ও আল-কুদস দখলদার ইসরাইলের জবরদখলে রয়েছে ততদিন মুসলমানদের জন্য প্রতিদিনই বিশ্ব কুদস দিবস।

ইরানি জনগণ ব্যাপকভাবে আজকের কুদস দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান সর্বোচ্চ নেতা। ইরান সময় শুক্রবার বিকাল ৪টায় তার ভাষণ শুরু হয় এবং এ ভাষণ রেডিও-টেলিভিশনে একযোগে সম্প্রচারিত হয়। ভাষণের শুরুতে তিনি ইরানি জনগণকে ধন্যবাদ জানিয়ে আরবি ভাষায় তার মূল বক্তব্য প্রদান করেন।

সর্বোচ্চ নেতা তার ভাষণে বলেন, আমরা এ বছর এমন সময় বিশ্ব কুদস দিবস পালন করছি যখন মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের দমন অভিযান নতুন মাত্রা লাভ করেছে। সেইসঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরাও নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ইরানসহ বিশ্বব্যাপী আজ (শুক্রবার) উদযাপিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে তখন থেকে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়ে এসেছে। এ দিবসে বিশ্বের মুসলমানরা ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং আমেরিকা ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেন। তারা ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে আল-কুদসকে মুক্ত করার শপথ নেন।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news