বিরোধীদের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ভাইকে সরাতে রাজি রাজাপক্ষে

গত কয়েক মাস ধরে অভুতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। এই পরিস্থিতিতে সেখানে সর্বদলীয় সরকার গঠনের দাবি উঠেছে। শুক্রবার জানা গেল, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন, সর্বদলীয় সরকার হলে তাঁর ভাই মাহিন্দ্রা রাজাপক্ষেকে (Sri Lanka) তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন। শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট তথা সাংসদ মৈত্রীপাল শ্রীসেন এই খবর জানিয়েছেন।

প্রেসিডেন্ট রাজাপক্ষে বলেন, জাতীয় পরিষদ (Sri Lanka) নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীকে নিয়োগ করবে। জাতীয় পরিষদে সব দলের সাংসদরা থাকবেন।
শ্রীলঙ্কার (Sri Lanka) রাজকোষে এখন মাত্র ১০০ কোটি ডলার আছে। এদিকে চলতি বছরেই ওই দেশকে ৭০০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। ২০২৬ সালের মধ্যে শ্রীলঙ্কাকে শোধ করতে হবে ২৫০০ কোটি ডলার। প্রেসিডেন্ট রাজাপক্ষে ঘোষণা করেছেন, তাঁদের পক্ষে বিদেশী ঋণ শোধ করা সম্ভব হবে না।
বিদেশী মুদ্রার অভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। খাবার, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধের জন্য পড়েছে লম্বা লাইন। গত ২০ বছর ধরে শ্রীলঙ্কায় সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে রাজাপক্ষে পরিবার। শ্রীলঙ্কার মানুষ অর্থনীতির শোচনীয় অবস্থার জন্য ওই পরিবারকে দায়ী করেছেন।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news