সংগ্রামই কুদস মুক্তির একমাত্র পথ: হিজবুল্লাহ মহাসচিব

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যদিয়ে কোন ফলাফল আসে নি। সে ক্ষেত্রে বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস মুক্তির একমাত্র পথ হচ্ছে সংগ্রাম।

গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত বক্তৃতায় এ কথা বলেন তিনি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালিত হয়।

হাসান নাসরুল্লাহ আরো বলেন, ফিলিস্তিন এবং এ অঞ্চলের জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা, আরবদের পরাজয়, কতগুলো আরব রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘটনা বন্ধ হয়নি। সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ইহুদিবাদী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা, আন্তঃআরব সংঘাত উসকে দেয়া, আরবদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে ফিলিস্তিনিদেরকে হতাশ করা।

হাসান নাসরুল্লাহ বলেন, আপসকামিতার মাধ্যমে কোনো ভাল ফলাফল আসে নি বরং আল-কুদস মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম পরিচালনা করা।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে। আরব দেশগুলোর এই পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিন এবং মুসলিম মানবাধিকার সংগঠনগুলো তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে আসছে। ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর এই সম্পর্ক স্বাভাবিকীকরণের পদক্ষেপকে ফিলিস্তিনি জনগণ তাদের পিঠে ছুরি মারা হিসেবে দেখে থাকেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তৃতায় আরো বলেন, আন্তর্জাতিক কুদস দিবস হচ্ছে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরার দিন। এদিন পবিত্র আল কুদস মুক্ত করার ব্যাপারে আরো বেশি আশাবাদী করে তোলে, ফিলিস্তিন মুক্তির বিষয়ে আরো বেশি নিশ্চয়তা দেয়। খবর পার্সটুডের/এনবিএস/২০২২

news