সোলাইমানি হত্যার বিচারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

ইরানের শীর্ষ সন্ত্রাস-বিরোধী কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের বিচার করার জন্য সম্ভাব্য সব আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ খবর জানিয়ে বলেছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি গতকাল (রোববার) এক সাক্ষাৎকারে আরো বলেন, দুঃখজনকভাবে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ এই মামলার বৈধ ও আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।       

তিনি বলেন, কিন্তু তা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাত-পা বাধা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি জেনারেল সোলাইমানিকে হত্যা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান।এর অংশ হিসেবে জেনারেল সোলাইমানিকে হত্যায় জড়িত ৬০ মার্কিন কর্মকর্তার নাম সন্ত্রাসাবাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান।      

২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলামানিকে শহীদ করে।ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের তালিকা ইরানের হাতে রয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news