ভরা সার্কাসে রিং মাস্টারের ঘাড়ে এক লাফ বাঘের! তারপর…
কোনও ভিএফএক্সের কারিগরি বা কোনও সিনেমার দৃশ্য নয়, ভরা দর্শকের সামনে চলছিল লাইভ পারফরম্যান্স। মাঠের মাঝে তাঁবু খাঁটিয়ে সার্কাস আজও মানুষের মনে একমুঠো আনন্দ এনে দেয়। সেই সার্কাসে বাঘের খেলা চলাকালীনই ঘটে গেল বিপত্তি। খাঁচার বাইরে থাকা একটি বাঘ আচমকাই ঝাঁপিয়ে পড়ল ট্রেনার বা রিং মাস্টারের ঘাড়ে (Trainer Attacked by Tiger)!
ভারতে বাঘ-সিংহ নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ হলেও বিশ্বের নানা প্রান্তের সার্কাসে এখনও সেই ছবি দেখা যায়। তেমনই এক সার্কাসে চোখের সামনে ট্রেনারের এমন ভয়াবহ অবস্থা দেখে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় দর্শকদের। শুধু তাই নয়, নেট দুনিয়ায় এই হাড়হিম করা ঘটনার ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরাও।
ঘটনাটি ইতালির এক সার্কাসের (Italian Circus)। ভিডিওতে দেখা যাচ্ছে, রিং মাস্টার হাতে ছড়ি নিয়ে একটি বাঘের সামনে খেলা দেখাচ্ছিলেন তিনি। তাঁর পিছনে ছিলেন আর একটি। সামনের বাঘটিকে নিয়ে যখন ট্রেনার মত্ত হয়ে ছিলেন অতর্কিতে পিছনে থাকা বাঘটি হামলা করে বসে। প্রথমে রিং মাস্টারের পা কামড়ে ধরে। যন্ত্রণায় মাটি নেন তিনি। সুযোগ বুঝে ফের রিং মাস্টারের ঘাড়ে ঝাঁপ দেয় বাঘটি।
দর্শকাশন থেকে শুরু হয় প্রবল চিৎকার। সেই চিৎকারে ছিল না কোনও উল্লাস, ছিল শুধুই ভয়ের আর্তনাদ। এমনকী আয়োজকদেরও তখন যেন কোনও জাদুকর কোনও এক অদৃশ্য জাদুবলে ‘স্ট্যাচু’ করে দিয়েছিলেন। তবে সহকারীর উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচে রিং মাস্টারের। তবে গুরুতর আহত হয়েছেন তিনি।
নেট পাড়ায় ঘুরছে ভিডিওটি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইতালির লিস প্রদেশে। আহত ওই রিং মাস্টারে নাম এভান ওরফেই।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে


