একসঙ্গে ১১৪টি উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ইলনের স্পেস এক্স, ভাঙছে ইসরোর রেকর্ড
একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার একসঙ্গে ১১৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে সব রেকর্ড ভাঙতে চলেছে ইলন মাস্কের স্পেস এক্স ( SpaceX)। ২০২৩ সালের এটাই সবচেয়ে বড় মহাকাশ অভিযান হতে চলেছে।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন-৯ রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে উপগ্রহগুলিকে। পরবর্তী পর্যায়ে ১৪৩টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানোর পরিকল্পনা আছে স্পেস এক্সের।
প্রথমবার ২০০৮ সালে পৃথিবীর কক্ষে ফ্যালকন ১ রকেট পাঠিয়েছিল স্পেস এক্স ( SpaceX)। সেটাই ছিল প্রথম মহাকাশ মিশন। ২০১০ সালে পরীক্ষামূলকভাবে ড্রাগন স্পেসক্রাফ্ট মহাকাশে পাঠিয়েছিল তারা। এরপরে ২০১৫,২০১৭ সালে ফ্যালকন ৯ রকেট পাক খেয়েছে পৃথিবীর কক্ষে। ২০১১ সালে প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট। তারপর থেকে দীর্ঘ সময়ের বিরতি। ৯ বছর পরে নাসার সঙ্গে হাত মিলিয়ে ফের আইএসএস-এ নভশ্চর পাঠানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্পেস এক্স।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে


