ইউক্রেনের মিসাইল হামলায় ৮৯ রুশ সেনার মৃত্যু, নেপথ্যে দায়ী মোবাইল! কেন এমন দাবি রাশিয়ার
: গত সপ্তাহান্তেই রাশিয়ার সেনা ব্যারাক লক্ষ্য করে মিসাইল হামলা করেছিল ইউক্রেন (Ukraine’s missile Strike)। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় মৃত্যু হয় ৮৯ জন রাশিয়ান সেনার (Russian soldiers)। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই ঘটনার পিছনে এবার মোবাইলের অবৈধ ব্যবহারকেই দায়ী করল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।
প্রাথমিকভাবে মস্কোর তরফে জানানো হয়েছিল, ৬৩ জন রাশিয়ান সৈনিকের মৃত্যু হয়েছে ওই হামলায়। যদিও পরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে জানানো হয়েছে, পূর্ব ইউক্রেনের মাকিভকা শহরের একটি ভোকেশনাল কলেজের ভিতরে অস্থায়ী রাশিয়ান ব্যারাক লক্ষ্য করে ৪টি মিসাইল ছোড়ে ইউক্রেন (Russia-Ukraine war)। সেই ঘটনার তদন্তে উঠে এসেছে, হামলার পিছনে মূল কারণ হল সেনাকর্মীদের অবৈধভাবে মোবাইলের গণ ব্যবহার (Illegal mass use of cellphones)।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেনাকর্মীরা মোবাইল ব্যবহার করার ফলেই ইউক্রেনের পক্ষে তাঁদের লোকেশন খুঁজে বের করে হামলা চালানো সম্ভব হয়েছিল।
যদিও এই হামলার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তায় তিনি জানান, রাশিয়া ইউক্রেনের উপর আঘাত করার জন্য সব রকম ভাবে প্রস্তুত হচ্ছে। ‘এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে রাশিয়ার বর্তমান প্রভুরা তাঁদের যা যা নিক্ষেপ করা বাকি আছে সেই সমস্ত কিছুই ছুড়বেন। যুদ্ধের মোড় ঘুরিয়ে নিজেদের হার আরও খানিকটা বিলম্বিত করতে সব রকম চেষ্টা চালাবে ওরা। কিন্তু সেটা আটকাতে হবে আমাদের। তার জন্য আমরা সব রকম ভাবে প্রস্তুতি নিচ্ছি। জঙ্গিদের হারতেই হবে। নতুন করে ওদের হামলার ছক বানচাল হবেই,’ জানিয়েছেন তিনি।
ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, তাদের প্রত্যাঘাতের কারণে রাশিয়ার কিছু সরঞ্জাম নষ্ট হয়েছে। তবে এর বেশি কোনও তথ্য প্রকাশ করেনি তারা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে


