প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করলেন আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল- নাহিয়ান সিরিয়া সফর করেছেন এবং এবং রাজধানীর দামেস্কে প্রেসিডেন্ট বাসার আসাদের সঙ্গে বৈঠক করেন।

গতকাল (বুধবার) একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধিদল নিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করেন এবং প্রতিনিধিদলটিকে প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানান বাশার আল আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা বলছে, দুই পক্ষ ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করার বিষয় নিয়ে আলোচনা করে।

প্রেসিডেন্ট বাশার আসাদ দু দেশের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বলেন,  এই সম্পর্ক আবার আগের পর্যায়ে নিতে হবে। আরব অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ইতিবাচক ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন বাসার আসাদ।

বৈঠকের সময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আললাহেন এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রেসিডেন্ট বাশার আসাদকে। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ এক কূটনীতিক বলেন, দামেস্কের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আবুধাবি অত্যন্ত আগ্রহী।

২০২১ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আসছে। সেই থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী দুইবার সফর করলেন।

সিরিয়ায় স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন রয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বললেন, সিরিয়ার জনগণ তাদের দেশের উন্নতি জোরদার করার জন্য সংযুক্ত আরবের সাথে সম্পর্ক জোরদার করবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news