উগ্রবাদ মোকাবিলায় ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানাল ইরান
উগ্রবাদ মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি শনিবার বিকেলে ব্রুনাইর পররাষ্ট্রমন্ত্রী দাতো এরিওয়ান ইউসুফের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
ইউসুফকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের নতুন সরকার এশিয়ার বন্ধুপ্রতীম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায়।
তিনি ব্রুনাইর পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে ব্রুনাই বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান বদ্ধপরিকর।
আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে ইহুদিবাদী ইসরাইল কখনও আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর সুযোগ পেত না।
টেলিফোনালাপে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ব্রুনাইর পররাষ্ট্রমন্ত্রী। তিনি তেহরান সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেন। তিনি অধিকৃত ফিলিস্তিন পরিস্থিতির নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলি দমন অভিযান পর্যালোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি বৈঠক আহ্বান করা প্রয়োজন।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে