স্ত্রী-মা-সন্তানদের পরপর গুলি করে খুন, আত্মঘাতী স্বামীও! একই পরিবারের ৮ জনের দেহ উদ্ধার

স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই ছিল। সেই অশান্তির জেরে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন এক মহিলা। কিন্তু স্ত্রীর এমন আচরণ মেনে নিতে পারেননি স্বামী। পরপর গুলি করে পরিবারের সবাইকে খুন করে বসে সে (US Man killed his Family Member)। শেষে নিজেও সেই বন্দুকের গুলিতে আত্মঘাতী (Shoots Himself) হয়!
ঘটনাটি ঘটেছে আমেরিকা ইনাক শহরের এক বস্তিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বস্তিতেই পরিবার নিয়ে থাকত মাইকেল হাইট নামে বছর ৪২-এর এক ব্যক্তি। বাড়িতে ছিলেন তার মা, স্ত্রী ও তাদের পাঁচ সন্তান। তাদের মধ্যে তিনজন মেয়ে ও দু’জন ছেলে। সকলের বয়সই চার থেকে সতেরোর মধ্যে।
বুধবার রাতে হঠাৎই পরপর গুলির শব্দ শুনতে পান মাইকেলের প্রতিবেশীরা। সেই আওয়াজ শোনা মাত্রই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বন্ধ ঘর থেকে আটটি দেহ উদ্ধার করে। 
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণ নিয়ে অশান্তি ছিলই। সেই অশান্তি চরমে ওঠায় গত বছরের ২১ ডিসেম্বর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেন আদালতে।  
স্থানীয় সূত্রে খবর, বুধবার সেই মামলা সংক্রান্ত নোটিস বাড়িতে এসে পৌঁছতেই ঝামেলা শুরু হয়। সেই ঝামেলার মাঝেই আচমকাই বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে মাইকেল। সেই গুলির আঘাতে একে একে মা-স্ত্রী-সন্তানেরা মাটিতে লুটিয়ে পড়েন। শেষে নিজেও আত্মঘাতী হয়।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেলের প্রতিবেশী জানান, মাইকেল ও তার পরিবার এমনিতে খুবই ভাল ছিল। তবে স্বামী-স্ত্রীর মধ্যে যেমন ঝামেলা হয়, তেমন হত। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা কল্পনা করতে পারিনি। মাইকেলের ছোট ছেলে আমার ছেলের সঙ্গেই খেলা করত।’
পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা তাও তদন্তকারীদের আতশকাচের তলায় রয়েছে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news