জুলফিকার-১৪০১ মহড়ার সব লক্ষ্যই অর্জিত হয়েছে: ইরানি কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত 'জুলফিকার-১৪০১' মহড়ার সব লক্ষ্যই অর্জিত হয়েছে।
তিনি আজ (শনিবার) এক অনুষ্ঠানে এ কথা বলেন।
কিয়োমার্স হেইদারি আরও বলেছেন, সদ্যসমাপ্ত এই মহড়ায় দেশে তৈরি সরঞ্জাম এবং নিজস্ব জনশক্তি ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল ইউনিট বিভিন্ন ক্ষেত্রে বিশেষকরে ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে যেসব কৌশল বাস্তবায়ন করেছে সেগুলো এই বাহিনীর জন্য বড় অর্জন হিসেবে গণ্য হচ্ছে।
তিনি বলেন, এই মহড়ায় মাকরান উপকূলে নৌ বাহিনীর জাহাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করেছে।
কিয়োমার্স হেইদারি আরও বলেছেন, বিরূপ আবহাওয়ার মধ্যে দুর্গম অঞ্চলে ভারী ও অতিভারী সমরাস্ত্র ব্যবহার করে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে।
সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মহড়া গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩ জানুয়ারি শেষ হয়েছে।#
খবর পার্সটুডে / এনবিএস/২০১৩ / একে


