যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার আইন বাতিল করতে পারে আদালত

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল করতে পারে দেশটির সুপ্রিম কোর্ট। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে বেআইনি ঘোষণা করতে পারেন। ফাঁস হওয়া খসড়া মতামতের বরাত দিয়ে ‘পলিটিকো’ ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আইনটি বাতিলের সম্ভাবনার খবরে স্থানীয় সময় গত সোমবার রাতে দেশটির রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা শুরু হয়। আইনটি বাতিল হলে কয়েক দশক ধরে চলে আসা রক্ষণশীল আন্দোলনের বড় ধরনের বিজয় হিসেবে বিবেচিত হবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দার ঝড় উঠেছে। ব্যবস্থা গ্রহণে নেতৃস্থানীয় উদার ব্যক্তিত্ব, চিকিৎসার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো এবং ডেমোক্রেটিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের বাইরে তাৎক্ষণিক বিক্ষোভও হয়েছে।

আকস্মিক এই বিস্ময়কর ঘটনা ঘটে রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিটোর সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের লেখা রায়ের খসড়াকে ঘিরে। এতে ১৯৭৩ সালে রো বনাম ওয়েড ঐতিহাসিক মামলায় একটি গর্ভপাতের অধিকারকে নিশ্চিত করে দেওয়া রায়কে ভুলভাবে নেওয়া সিদ্ধান্ত বলে সমালোচনা করা হয়।

সিএনএন আলাদাভাবে ফাঁস হওয়া খসড়ার সত্যতা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র।

news