১০ দিনে ২ আটহাজারি শৃঙ্গ স্পর্শ তরুণীর! নির্মল পূর্জার রেকর্ড ভেঙে ফেলবেন নাকি
বেশি দিন হয়নি, পর্বতারোহী নির্মল পূর্জা এক অতি-মানবিক বিশ্বরেকর্ড গড়েছেন (Mountain Record)। ২০১৯ সালে ছ’মাসে ১৪টি আট-হাজারি পর্বত সামিটের রেকর্ড গড়েছেন তিনি৷ তাঁর এই রেকর্ডকে অনেকেই অনতিক্রম্য বলে মনে করেছেন। তবে তা হয়তো সত্যি নয়। কারণ ইতিমধ্যেই আর এক তরুণী পর্বতারোহী নির্মল পূর্জার রেকর্ড ভাঙবেন বলে পণ করেছেন। শুরুও করেছেন একের পর এক শৃঙ্গে আরোহণ।
৩৬ বছরের স্ক্যান্ডিনেভিয়ান মহিলা পর্বতারোহী ক্রিস্টিন হ্যারিলা গত মাসের ২৮ তারিখে অন্নপূর্ণা শৃঙ্গ সামিট করেন। এর পরেই তিনি বেরিয়ে পড়েন ধৌলাগিরি শৃঙ্গ অভিযানে। আজ, ৮ মে সেই শৃঙ্গেও সফল আরোহণ করেছেন তিনি। এর পরেই তাঁর গন্তব্য কাঞ্চনজঙ্ঘা। নেপালের আটহাজারি শৃঙ্গগুলোর মধ্যে এই তিনটিই অন্যতম কঠিন। পরপর এই তিনটিই সবার আগে সেরে রাখছেন ক্রিস্টিন।
পৃথিবীর প্রথম আরোহী হিসেবে সবচেয়ে কম সময়ে, মাত্র ছ’মাসে ১৪টি আটহাজারি শৃঙ্গ আরোহণ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের এপ্রিল মাসে ‘মিশন প্রজেক্ট পসিবল’ শুরু করেছিলেন নির্মল পুর্জা। যে মিশন পর্বতারোহীদের কাছে এত বছর ধরে ‘মিশন ইমপসিবল’ ছিল। তিনি সেটা পসিবল করে দেখাতে চেয়েছেন তিনি। তাই তাঁর মিশনের নাম-ও ‘প্রজেক্ট পসিবল ১৪/৭’। নেপালের অন্নপূর্ণা শিখর আরোহণ দিয়ে শুরু হয়েছিল ব্রিটিশ আর্মির গোর্খা ব্রিগেডের রিটায়ার্ড অফিসার নির্মল পুর্জার ‘মিশন প্রজেক্ট পসিবল’ (Mountain Record)। অক্টোবরের মধ্যে অসম্ভবকে সম্ভব করে সবকটি শৃঙ্গ ক্লাইম্ব করে ফেলেন তিনি।
নির্মল পূর্জাকে দেখে উদ্বুদ্ধ হন ক্রিস্টিন হ্যারিলা। গতবছরেই তিনি দ্রুততম সময়ে (১২ ঘন্টার কম) এভারেস্ট ও লোৎসে একসঙ্গে সামিট করা প্রথম মহিলা হিসেবে রেকর্ড গড়েন। এর পরেই তাঁর মনে হয়, দ্রুততম সময়ে সবকটি আট হাজারি শৃঙ্গ স্পর্শ করার পরিকল্পনা করলে কেমন হয়। তাই পূর্জাকেই নিজের সামনে রাখা বেঞ্চমার্ক হিসেবে ঠিক করেছেন ক্রিস্টিনা। তাঁর সঙ্গে রয়েছেন নেপালের দাওয়া ওংজু শেরপা, মিংমা থেন্দুক শেরপা এবং পাসদাওয়া শেরপা।
ক্রিস্টিন নির্মল পূর্জার রেকর্ড ভাঙতে পারবেন কিনা, তা জানতে আর কয়েক মাসের অপেক্ষা। কিন্তু তা যদি নাও পারেন, তবু তিনি এক নয়া রেকর্ড (Mountain Record) গড়তে চলেছেন। কারণ মহিলা হিসেবে আট হাজারি ১৪টি শৃঙ্গ আরোহণ করার সর্বনিম্ন সময় এখনও পর্যন্ত আছে ৯ বছর। ফলে সব ঠিক থাকলে অনায়াসে তার চেয়ে কম সময়ে সব শৃঙ্গ চড়ে ফেলবেন ক্রিস্টিন। আর ১৪টি শৃঙ্গ ছুঁতে পারলে, তিনিই হবেন সবকটি আট হাজারি শৃঙ্গ ছোঁয়া প্রথম স্ক্যান্ডিনেভিয়ান।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে