ওমিক্রন থেকে বাঁচুন, মাস্ক পরুন, আর কী কী বিধিনিষেধ মানার পরামর্শ দিচ্ছেন দেশের চিকিৎসকরা
করোনা সংক্রমণ এখন সেইভাবে বাড়েনি ভারতে। সংক্রমণের হারও তলানিতে। কিন্তু তবুও আশঙ্কা যাচ্ছে না। চিনে করোনার যে নতুন প্রজাতি ছড়িয়ে পড়েছে তা ভারতের চারজনের শরীরেও পাওয়া গেছে। কাজেই এখনই নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। চিন থেকে করোনার সুনামি যাতে ভারতে আছড়ে না পড়ে সে জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকও একগুচ্ছ বিধিনিষেধের তালিকা দিয়েছে।
করোনা বিদায় নিয়েছে, এমনটাই ভাবা হয়েছিল। অল্পসল্প সংক্রমণ দেখা দিলেও সেইভাবে করোনার বিস্ফোরণ এ বছরে অন্তত হয়নি। তাই কোভিড বিধি তুলে নেওয়ারই পরামর্শ দিয়েছিল কেন্দ্র। কিন্তু এখন আবার পরিস্থিতি বদলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলছেন, দেশে সংক্রমণ কীভাবে বাড়ছে, রোনা গ্রাফ কোন রাজ্যে কেমন তা বিশদে জেনে রিপোর্ট দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্য দফতরকে। পাশাপাশি, সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে সে জন্য সবরকম ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে।
জনসাধারণের জন্য ডাক্তার ও ভাইরাস বিশেষজ্ঞদের পরামর্শ, ফের মাস্ক পরা শুরু করতে হবে। গণপরিবহনে, রাস্তাঘাটে, জনসমাগমের জায়গায় মাস্ক পরে থাকা জরুরি। পাশাপাশি, সংক্রমণের সামান্য উপসর্গ দেখা দিলেও কোভিড টেস্ট করিয়ে নিতে বলা হচ্ছে। চিনে সংক্রমণ বাড়ছে। আর চিন থেকে আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশেই সংক্রমণ ছড়াচ্ছে। কাজেই এই সময় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলতেই নির্দেশ দিচ্ছেন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরা। হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হচ্ছে, রাস্তাঘাটে-জনবহুল জায়গায় পারস্পরিক দূরত্ব মানতে বলা হচ্ছে।
স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, কোভিড মোকাবিলায় গত এক বছরে যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, তা যেন কার্যকর থাকে। বিশেষত গ্রামাঞ্চলে কোভিড মোকাবিলার ওপরে জোর দিতে বলা হয়েছে। শিশুরা কেউ কোভিড আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা করতে বলা হয়েছে। সংক্রমণ কমানোর জন্য ‘কনটেনমেন্ট অ্যাক্টিভিটি’ বা প্রতিরোধী ব্যবস্থা জোরদার করতে হবে। কোনও কোভিড রোগী কীভাবে আক্রান্ত হয়েছেন, তা খুঁজে বার করতে হবে। তৈরি রাখতে হবে কোয়ারান্টাইন সেন্টার। প্রতিটি রাজ্যকে জেলা, উপজেলা ও ওয়ার্ড স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে। প্রত্যেকে যাতে টেস্টিং করাতে পারেন, প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও হাসপাতালের বেড পান, তাও নিশ্চিত করতে হবে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


