কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে বায়রন বিশ্বাস! তিনি এসব পছন্দ করেন না, বিস্ফোরক চিরঞ্জিত
বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতার তিনমাসের মধ্যে বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্বয়ং তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন। তৃণমূল পরিষদীয় দলে সংখ্যা বৃদ্ধির এই ঘটনাকেই কিনা পছন্দ করবেন না দলেরই তিনবারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছন, একপক্ষের ভোটে জিতে কীভাবে তিনি অন্য দলে চলে গেলেন? এটা উচিত নয়, তিনি এসব পছন্দর করেন না। বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এমনটাই বলেছেন বারাসতের তিনবারের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


