দুর্বার আন্দোলন ঘটিয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে: চিত্রনায়ক হেলাল খান
বাঁধা আসবেই। কেননা, জালিম সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। এরা মানুষরূপী দানব। তাই আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে শক্তি সঞ্চার করে দুর্বার, মহাআন্দোলন ঘটিয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল-বিএনপি। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই দেশের গণতান্ত্রিক জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে মুগদা থানা জাসাস এর কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, আজকের কর্মীসভার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের সমন্বয়ে মুগদা থানা জাসাস কমিটি গঠন করা হবে। দেশের প্রতিটি মানুষের কাঁধে ফ্যাসিস্ট, ভোটচোর সরকার চেপে বসেছে। দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। মুক্তভাবে লেখার অধিকার, কথা বলার অধিকার মানুষের নেই। প্রতিটি ক্ষেত্রেই মানুষ বঞ্চিত হচ্ছে। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে দুর্নীতিবাজ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা সফল হবোই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক কে এম খালেদুজ্জামান জুয়েল, সদস্য হাবিবুর রহমান জসিম, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব শফিকুল হাসান রতন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আজিজ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক মোঃ বশির উদ্দিন বশির এবং সঞ্চালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য ডি এম রেজা চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক মামুন সাদ শামিম, মোঃ ইব্রাহিম খলিল, শহিদুল ইসলাম শহিদ, ওয়াকার হাসান দ্বীপ, সদস্য শামসুদ্দিন ভুইয়া, আনিছুর রহমান আনিচ, মেহেদী হাসান বাপ্পিসহ মুগদা থানা জাসাস এর বিভিন্ন নেতৃবৃন্দ।