মুহূর্তের মধ্যেই শুরু হচ্ছে মুখ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক! এর আগেই সংলাপ ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব অনিশ্চয়তা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সিঙ্গাপুর থেকে ফেরার পর সাংবাদিকরা যখন মুখ্য উপদেষ্টার দেওয়া ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রশ্ন তোলেন, ফখরুল বলেন, "বুধবারের বৈঠকেই আমরা এই বিষয়টি নিষ্পত্তি করতে পারব বলে আশা করি।"

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফখরুল জাতিকে আশার বার্তা দেন। তিনি বলেন, "এই পহেলা বৈশাখ আমাদের অতীতের সকল বোঝা মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা দিক।" বিএনপি নেতা আরও বলেন, "বাংলা নববর্ষ ১৪৩২ সমগ্র জাতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিক। প্রতিটি মানুষের মন নতুন সম্ভাবনার আলোয় উদ্ভাসিত হোক - এটাই আমাদের কামনা।"

উল্লেখ্য, ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম গত ৬ এপ্রিল রুটিন মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। ২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় তার অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ার পর থেকে তিনি নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। গত ১ সেপ্টেম্বর ২০২৪-এও তারা একই উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন।

এদিকে, আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় মুখ্য উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল। রাজধানীর স্টেট গেস্ট হাউজ জামুনায় এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আবেদন জানানো হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার প্রস্তাব নিয়ে চলমান বিভ্রান্তি দূর করাও এই বৈঠকের অন্যতম লক্ষ্য। খবর ইউএনবির

#বিএনপি #ফখরুল_ইসলাম_আলমগীর #নির্বাচন_রোডম্যাপ #মুখ্য_উপদেষ্টা #রাজনৈতিক_সংলাপ

news