গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার প্রতিবাদে এবং সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণ ও হতাহতের ঘটনার বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আজ মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, নগর নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর ঘুরে সেগুনবাগিচায় দলের অস্থায়ী কার্যালয়ের সমানে এসে শেষ হয়।
সমাবেশে কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গ্যাসের ২২.৭৮ শতাংশ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও অবৈধ। তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীত ও লুটপাটের দায় জনগণ নেবে না। বিইআরসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব হলো জ্বালানি বিষয়ে জনগণের উপর সরকার বা অন্য কেউ যাতে অযৌক্তিক, অন্যায় কোন দায় চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে জনগণের স্বার্থ দেখা। বিইআরসি’র আইনে আছে গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিসমূহ লাভজনক অবস্থায় থাকলে কোন অবস্থায়ই দাম বাড়ানো যাবে না।
কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিইআরসি তার আইনী অবস্থান পরিহার করে জনগণের স্বার্থ না দেখে সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুলনীতির সমর্থনে কাজ করে চলেছে। ৬টি গ্যাস বিতরণী কোম্পানির সবকটি লাভজনক অবস্থায় থাকার পরও নতুন করে সরকারি হুকুমে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা জনগণের প্রতি বিইআরসির বিশ্বাস ঘাতকতার সামিল। দেশবাসী বিইআরসি তথা সকারের মূল্যবৃদ্ধির অযৌক্তিক-অন্যায় ঘোষণা মেনে নেবে না। সকল প্রকার যুক্তি ও ভোক্তা স্বার্থ অগ্রাহ্য করে বিইআরসি দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা ঐ প্রতিষ্ঠানের জনস্বার্থ বিরোধী অবস্থানকে উন্মোচিত করেছে।
নেতৃবৃন্দ বলেন, সমতলে এবং সাগরের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে মনোযোগ না দিয়ে সরকার বিদেশ থেকে এলএনজি আমদানির ভুলনীতি গ্রহণ করে এলএনজি আমদানী করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। জ্বালানি সংক্রান্ত সরকারের ভুলনীতি ও দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হলেও জনমতের কিংবা বিশেষজ্ঞদের মতের কোন তোয়াক্কাই সরকার করছে না। পদ্মা সেতুর ডামাডোলে দ্রব্যমূল্য ও গ্যাসের মূল্য বৃদ্ধিকে সরকার আড়াল করতে চায়। জনজীবনকে দুর্বিষহ করার এই অশুভ পাঁয়তারা রুখে দেয়ার জন্য নেতৃবৃন্দ জনগণের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, চাল, তেলসহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই জনদুর্ভোগ চরমে। এসময়ে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি জনদুর্ভোগ আরো বাড়াবে।
নেতৃবৃন্দ বলেন, অতীতে তাজরীন, নিমতলী চুরিহাট্টা, রানা প্লাজা, এফআর টাওয়ারসহ এ ধরনের অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনার বিচার না হওয়ায় বার বার মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।
নেতৃবৃন্দ শীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটা কাঠামোগত হত্যাকাণ্ড এর জন্য দায়ী মালিক ও দায়িত্বরত কর্তৃপক্ষের অবহেলায় অর্ধশতাধিক মানুষের জীবন হানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান এবং বিস্তীর্ণ এলাকার মানুষের ঘর বাড়ি মেরামতসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ও পরিবেশের ক্ষতি নিরুপণ করে তা প্রদান করার দাবি জানান।