পরিবেশ আন্দোলনের এক্টিভিস্ট মিজানুর রহমানকে পুলিশের পোশাক পড়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ৯ জুন এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাারণ সম্পাদক শোভন রহমান বলেন, আজ সকাল ১১টার দিকে জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগ মুহূর্তে তার মেয়ের সাথে ফোনে কথা বললেও এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা ও বন্ধুরা শ্যামপুর থানার সামনে অবস্থান করলে থানা থেকে এই অভিযোগ অস্বিকার করা হয়।
তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তাকে এই থানাতেই নিয়ে আসা হয়েছে। সর্বশেষ থানা থেকে বলা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা এই তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিজানুর রহমান সামাজিক আন্দোলনের একজন কর্মী। ইতিপূর্বে ওয়াসার পানি নিয়ে আন্দোলন করার জন্যও তাকে হেনস্তার শিকার হতে হয়েছিল। সামাজিক নানা অসঙ্গতি নিয়ে আওয়াজ তোলার কারণেই তাকে আবারও হেনস্তার শিকার হতে হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে ভয় দেখিয়ে, গ্রেফতার করে মানুষের গণতান্ত্রিক আওয়াজকে দমন যাবে না। আমরা অবিলম্বে মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করছি।