অধ্যক্ষ মরহুম এসএম সানাউল্লাহ ছিলেন দ্বীন কায়েমের নিবেদিতপ্রাণ সৈনিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন বলেছেন, “মরহুম অধ্যক্ষ এসএম সানাউল্লাহ ছিলেন দ্বীন কায়েমের একজন অগ্রসৈনিক এবং নিবেদিতপ্রাণ কর্মী। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত তাঁর মিশন এবং দ্বীন কায়েমের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাঁর সকল কর্মপ্রচেষ্টা কবুল করে তাকে জান্নাত নসিব করার দোয়া করছি।”
১৭ জুন শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং গাজীপুর মহানগরী শাখার আমীর অধ্যক্ষ এসএম সানাউল্লাহর রূহের মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে জনাব সাইফুল আলম খান মিলন ভার্চুয়াল প্লাটফর্ম-এ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা আবু নকীবের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার নবনিযুক্ত নায়েবে আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আবদুল জব্বার, মহানগরের সহকারী সেক্রেটারি জনাব আব্দুল্লাহ রেদওয়ান, মাওলানা জামাল হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক, জনাব বশিরুল হক ভূইয়া, আবু তালহা প্রমুখ।