বিশ্ব মানবতার শান্তি ও মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আম্মাজান আয়েশা সিদ্দিকা (রা.) প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ১৭ জুন শুক্রবার জুমার নামাজের পর গাবতলীস্থ মাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুসসালাম থানা সভাপতি আলহাজ্ব মোঃ আবু ইউসুফ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুসসালাম থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ তালুকদার, কার্যকরী সদস্য মুফতী মোশাররফ হোসেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ দারুসসালাম থানা সভাপতি মুফতী মহিবুল্লাহ বোখারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দারুসসালাম থানা সভাপতি আল-আমীন রাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মুসল্লী অংশগ্রহণ করেন।