আজ শুক্রবার (১৭ জুন) এক লিখিত বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সরকারের নিকট অবিলম্বে সকল রাষ্ট্রীয় অপচয় বন্ধ করে বন্যা দুর্গত মানুষের জন্য দ্রুত ত্রান সরবরাহের দাবি জানান।
বিৃতিতে, এখন সিলেট, সুনামগঞ্জ, নেত্রোকোনা,কুড়িগ্রাম, নীলফামারী জেলার লক্ষ,লক্ষ মানুষ পানি বন্দি মানবেতর দিন যাপন করছেন। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে।বন্যার পানি ক্রমাগত বাড়ছে। অনেকের ঘরে কোমরসমান পানি। রাস্তাঘাট তলিয়ে অধিকাংশ গ্রাম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুলা ডুবে যাওয়ায় রান্নাবান্নাও অনেকের বন্ধ হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছে বাসিন্দারা। এছাড়া,কৃষি,গবাদিপশু, মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, গাইবান্ধাসহ অনেক জেলায়ই বন্যার সাথে নদী ভাঙ্গণের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় মানবিক বিপর্যয় রোধে সরকারের উচিত রাষ্ট্রীয় সকল অপচয় বন্ধ করে বন্যাদুর্গত মানুষের উদ্ধার ও সহযোগিতা কার্যক্রম জোরদার করা।
সেই সাথে তিনি,এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের বিবেকবান মানুষকে এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সারাদেশের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে, এত দ্রুত লোকালয় তলিয়ে যাচ্ছে, এটা অকল্পনীয় এর কারণ হচ্ছে, নদ-নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া।ভারত উজানে নদীর প্রবাহে বাধ,ড্যাম,ক্যানেল করে পানি প্রত্যাহার করে ফলে শুকনো মৌসুমে পানির স্রোত কমে যাওয়ায় পলি জমে নদীর নাব্যতা কমে যাচ্ছে। ভয়াবহ বন্যা এড়াতে ভারত,চীনসহ নদী অববাহিকার দেশগুলোকে আন্তর্জাতিক নদী আইন মেনে নদী রক্ষা নিশ্চিত করা এবং নদীগুলো খনন করা জরুরি । এর আগে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধ্যমতো বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত।