দুই মামলায় জামিন পেয়েছেন নুরুল হক নুর

দুই মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাকেক ভিপি নুরুল হক নুর। মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ও মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন।

এদিন নুরের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম ও মো. পারভেজ শুনানি করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত ১৯ জুলাই দিনগত রাতে নুরুল হক নুরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোট ১০ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল।

news