বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র থেকে জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ হলেও মিডিয়া কাভারেজ হবে না। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ৮টার দিকে একটা কূটনৈতিক প্রোগ্রাম আছে।