বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য পরিচয়ে শামসুদ্দিন দিদার শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে জানান, আগামী রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ২টায় সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তবে এই জনসভা সম্পর্কে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী কিছুই জানেন না। জনসভার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে সমাবেশ? কিসের সমাবেশ? কারা আয়োজন করেছে আমার জানা নেই।