২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নেতারা।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন তরুণ দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন- 'লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়, জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে।

সকাল থেকেই তরুণ দলের নেতাকর্মীরা শের-ই-বাংলা নগর এলাকায় আসতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে সালাম দেন তরুণ দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী তরুণ দলের সংগ্রামী সভাপতি ডা. মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী তরুণ দলের প্রধান উপদেষ্টা মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি প্রফেসর ডক্টর জাকারিয়া লিংকন।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রফেসর ডক্টর জাকারিয়া লিংকন বলেন, তরুণ দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা তারেক রহমানের নির্দেশনায় এই দেশকে সন্ত্রাসমুক্ত করে একটি সর্বজনগ্রাহ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো, এটাই আমাদের লক্ষ। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, যাতে সমস্ত অন্যায়-অত্যাচার এ দেশ থেকে বিলুপ্ত করে একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যায়।

তিনি আরও বলেন, আমাদের জাতীয়তাবাদী তরুণ দলের মূল আদর্শ হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। অনুপ্রেরণা হচ্ছেন খালেদা জিয়া এবং আমাদের পথ প্রদর্শক হচ্ছেন তারেক রহমান।

দলটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন চাই এবং রোডম্যাপ চাই। এতে যদি অন্তর্বর্তী সরকারের আরো সময় প্রয়োজন হয়, তাহলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসার আহ্বান জানান তিনি।

দেশের রাজনীতিতে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি আরও বলেন, এখনও দুমাসই হয়নি কিন্তু শুরু থেকেই এ ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটা পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র-জনতার সেই বিপ্লবের প্রতি বিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিসিয়াল ক্যু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল ডিভিশনের জাস্টিসরা ষড়যন্ত্র করে প্রথমে তারা একটা ফুলকোর্ট মিটিং করে তারা ষড়যন্ত্র করছিল যে তারা এ অন্তর্বর্তী সরকারকে বাতিল করবে। এ খবর জানার পর আমাদের দামাল ছাত্রসমাজ সমস্ত হাইকোর্ট ঘেরাও করেছে এবং বিচারপতিদের পদত্যাগ দাবি করে। তখন প্রধান বিচারপতিসহ আওয়ামী লীগের প্রেতাত্মারা পদত্যাগ করতে বাধ্য হয়। আমাদের ছাত্রসমাজ জুডিসিয়াল ক্যু থেকেও বাংলাদেশকে রক্ষা করতে সফলতার পরিচয় দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকার ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয়তাবাদী তরুণ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

news