বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা শুধু আনন্দিত নই, অনেক বেশি শক্তিশালী হলাম। মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরো শক্তিশালী করবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ১৭ বছর পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু কারা মুক্তির পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, কি দুর্ভাগ্য একজন আইনঅজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী তার বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। রিজভী সাহেব এবং আমাদের বিরুদ্ধে অস্ত্র মামলাও দেওয়া হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার এমনই করে কিন্তু ইতিহাস সাক্ষী তারা সবসময় পালিয়ে যায়; আর সালাম পিন্টুর মতো মানুষেরা মুক্ত হয়।
তিনি বলেন, এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া ৭ নভেম্বর দেশের দায়িত্ব নিয়েছিলেন। যে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছেন।
এক প্রশ্নের জবাব নজরুল ইসলাম খান বলেন, ভারত নিজেদেরকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ দাবি করে। আমরা আশা করব একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ নেওয়ার জন্য; ভারত এমন কিছু কাজ করবে না, যাতে গণতান্ত্রিক চরিত্র গণতান্ত্রিক যে পরিচিত তা নষ্ট হয়।
আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মিথ্যাবাদী লুটেরা যারা বাংলাদেশকে লুটপাটের খনি হিসেবে ব্যবহার করেছিল তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা সততার রাজনীতি করেছেন, যারা জনগণের পক্ষে থেকেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন করেছেন সেই সমস্ত রাজনীতিবিদের ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। তিনি (শেখ হাসিনা) কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না; তিনি কখনোই স্বাধীনতার চেতনার পক্ষে ছিলেন না। যারা সব সময় দেশের স্বাধীনতার পক্ষে থেকেছেন সবসময় তাদের ক্ষতি করার চেষ্টা করেছে।
রিজভী বলেন, আজকে সেই ভয়ংকর ফ্যাসিস্ট খুনি যিনি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, অলিগলি, মেঠো পথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজে ক্ষমতা থাকার জন্য। তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণ কীর্তন করেন, বিশ্বাস করতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
এ সময় সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম পিন্টু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষিবিদ শামিমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।